At RFL Group, we don’t just create products. We build brands. And we design them to be an integral part of your life.
Know more

প্রাণআরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী মনে করেন, উৎপাদন বাড়াতে পারলেই আমরা এগিয়ে যাব। বণিক বার্তার সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, চ্যালেঞ্জকে চিহ্নিত করে এগিয়ে যেতে পারলেই উত্তরোত্তর সফল হতে সক্ষম হব আমরা
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির পরপরই আমরা ৫০ বিলিয়ন ডলারের রফতানির মাইলফলক স্পর্শ করেছি। এ অগ্রযাত্রাটি আপনার দৃষ্টিতে কেমন ছিল? এমন অর্জনে আপনার অনুভূতি কী? উচ্ছ্বসিত
color:#222222">
হওয়ার মতো কিছু আছে কি এর মধ্যে?
color:#222222">
অবশ্যই উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার আছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির পরপরই আমরা ৫০ বিলিয়ন ডলারের রফতানির মাইলফলক স্পর্শ করতে পেরেছি এটা বাঙালি জাতি হিসেবে অবশ্যই গৌরব ও প্রশংসার দাবিদার। দেশ ভালো করছে, দেশের রফতানিকারকরা ভালো করছে। এককথায় দেশের ব্যবসায়ীরা ভালো করছে। এটা অবশ্যই আনন্দের খবর। আমাদের স্বাধীনতার ৫০ বছর লেগেছে ৫০ বিলিয়ন ডলার স্পর্শ করতে। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করি আরো ৫০ বিলিয়ন অর্জন করতে কিন্তু ৫০ বছর লাগবে না। আমি মনে করি আমাদের যে ব্যবসায়িক অবকাঠামো, প্রাতিষ্ঠানিক অবকাঠামো, সরকারের অবকাঠামো প্রয়োজন ছিল, তার সবকিছুই ব্যাপকভাবে স্থাপিত হয়েছে।
mso-fareast-font-family:"Times New Roman";color:#222222">
অনেক দীর্ঘ পথ পাড়ি দেয়ার জন্য বাঙালি জাতি এখন প্রস্তুত এবং আগামী দিনে আমরা আরো অনেক ভালো করব।
কোন বিষয়টি ৫০ বিলিয়ন ডলারের এ পথচলাকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেছে? এমন কোনো টার্নিং পয়েন্ট কি আছে?
আমার মনে হয় এখানে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল। যেমন স্বাধীনতা, যমুনা ব্রিজের চিন্তাভাবনা ও উদ্বোধন, যারা গার্মেন্টস শিল্পকে বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্ম দিয়েছিলেন, ফুটওয়্যার সেক্টরের জন্ম দিয়েছিলেন, যারা কৃষি নিয়ে কাজ করছেন, আমি মনে করি প্রতিটি জায়গা থেকে প্রতিটি সেক্টর একেকটি মাইলফলক। বাঙালি জাতি হিসেবে আমরা এ মাইলফলকগুলো পার হয়েছি। আমাদের পোর্টের অবকাঠামোগত উন্নয়ন, বন্ডের সুবিধা, গ্যাসের আবিষ্কার, গ্যাসকে স্বল্পমূল্যে ইন্ডাস্ট্রিতে দেয়া সবগুলোই শিল্পকে এগিয়ে নেয়ার টার্নিং পয়েন্ট। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের মানুষের চিন্তাভাবনা। আমাদের যে কর্মী বাহিনী আছে, ১৭ কোটি
Our nationwide network of brand outlets brings you closer to the things that matter most — comfort, style, and reliability. Whether you need something for your home, kitchen, or business, you’ll find trusted products from our stores. Each outlet offers exclusive collections from our trusted brands, ensuring you always find what best fits your lifestyle
Store Locator